আসছে ‘ইনসান’ ‘মেলটিং পয়েন্ট ফিল্মস’ এর নতুন গান

১৫ ই আগস্ট মুক্তি পেতে চলেছে Hindi rap songINSAAN‘। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই গানের ই ট্রেলার।প্রীতম চন্দ্ পরিচালিত rap song ‘INSAAN’ ‘Melting Point Films’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হতে চলেছে।

‘Rap song ‘এটি আবার নতুন কি!এখন তো হামেশাই শোনা যাচ্ছে। ১৫ ই আগস্ট মানেই তো স্বাধীনতা দিবস। আর এই গানের মধ্যে থাকছে স্বাধীনতারই বহু কথা।এটি একটি Independent music video। যেখানে স্বাধীন সমাজ যার স্বপ্ন আমরা দেখি তারই বর্ননা তুলে ধরা হয়েছে। যা আমরা এই গানের মধ্যে দিয়ে দেখতে এবং শুনতে পারব। গানটি তৈরির ভূমিকায় রয়েছেন পরিচালক – প্রিয়ম চন্দ, সুরকার – ইন্দ্রনীল চ্যাটার্জী,প্রযোজক- ইলা দাশগুপ্ত, Lyrics & rap- সুশোভন দাশগুপ্ত।এ ছাড়াও অনেকে।

১৫ই আগস্ট দেখতেই হবে ‘ INSAAN’
TBH বাংলার পক্ষ থেকে ‘INSAAN’ টিমের সকলকে জানাই অনেক অনেক শুভকামনা। যে সমাজের স্বপ্ন আমরা দেখি এই গানের মাধ্যমে তা সবার কাছে পৌঁছে যাক এই আশা রাখি।
এইরকমই আরো নতুন নতুন তথ্য পেতে চোখ রাখুন TBH বাংলার চ্যানেলে। আসুন সবাই মিলে গড়ে তুলি এক নতুন স্বাধীন সমাজ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x