সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান কি অন্তঃসত্ত্বা? এই নিয়ে টলিপাড়ায় জোর গুঞ্জন চলছে। দীর্ঘদিন ধরেই অভিনেতা যশ দাশগুপ্ত সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়ে টলিপাড়ায় বহু চর্চা চলছে। আজ মিডিয়া মহলে এই খবরটি চর্চিত হচ্ছে যে নুসরাত অন্তঃসত্ত্বা। নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গ নিয়ে তার স্বামী নিখিল জৈনকে প্রশ্ন করা হলে তিনি বলেন এ সম্পর্কে তিনি কিছুই জানেন না। দীর্ঘদিন ধরে তিনি এবং নুসরাত আলাদা রয়েছেন।যদি নুসরাত অন্তঃসত্ত্বা হয়ে থাকেন সেই সন্তানের পিতা কোনোভাবেই তিনি নন কারণ দীর্ঘদিন ধরে নুসরাতের সঙ্গে তিনি থাকছেন না এবং তাদের মধ্যে কোন পারস্পরিক সম্পর্ক নেই।নুসরাত জাহান এর পক্ষ থেকে এই এই বিষয়টি আদৌ ঠিক কিনা তা এখনো পর্যন্ত জানা যায় নি। তবে যদি এই খবরটি সত্য হল তাহলে টলিপাড়ায় তুমুল হইচই পড়ে যাবে। টলিউড মিডিয়া মহলে গুঞ্জন রয়েছে বেশ কিছু দিন আগে নুসরাত এবং যশ গোপনে বিয়ে করেছেন। তবে এ ব্যাপারে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। এস ওএস কলকাতা ছবিটির শুটিংয়ের সময় থেকেই নুসরাত এবং যশের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় বলে টলিপাড়ায় গুঞ্জন ওঠে। বেশ কয়েকটি ছবিতে নুসরাত এবং যশ একসঙ্গে জুটি বেঁধে ছবি করেছেন। যশ দাশগুপ্তের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নুসরাত জাহান কি অন্তঃসত্ত্বা??
