গত সোমবার রাতে ভাঙ্গড়ের আইএসএফ নেতা সরিফুল মোল্লা গ্রেপ্তার হন।তার বিরুদ্ধে থানা ঘেরাও থানা ভাঙচুর ও ভোট-পরবর্তী হিংসা ছড়ানোর জন্য মামলা রুজু করা হয়। একুশের নির্বাচনে ভাঙ্গরে নওশাদের জয়ের নেপথ্যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন এই আইএসএফ নেতা সরিফুল মোল্লা। ভাঙ্গড় থানার পুলিশ তাকে সোমবার রাত্রিবেলায় গ্রেপ্তার করে। আইএসএল নেতা শরিফুল কে ভাঙ্গড় এর বিজয়ী বিধায়ক নওশাদের খুব কাছের লোক বলেই সকলে জানেন। স্থানীয় আইএসএফ নেতৃত্বের দাবি প্রতিহিংসামূলক রাজনীতির শিকার হয়েছেন আইএসএফ নেতা শরিফুল মোল্লা। তিনি কোন ধরনের ভোট-পরবর্তী হিংসা, থানা ভাঙচুরের সঙ্গে জড়িত নন। তাকে শাসক দলের পক্ষ থেকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। যদিও স্থানীয় শাসক দলের পক্ষ থেকে জানা গেছে এর সঙ্গে প্রতিহিংসামূলক রাজনীতি বা তৃণমূল দলের কোন যোগ নেই , আইএসএফ নেতৃত্বের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
Subscribe
Login
0 Comments