‘পেঙ্গুইন ব্লুম’ ছবিটিতে জ্যাকি ওয়েভার অভিনয় করবেন। এই ছবিটিতে তিনি নাওমি ওয়াটের মায়ের চরিত্রে অভিনয় করবেন। এই ছবিটিতে অ্যান্ডু লিঙ্কন নাওমি ওয়াটের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও র্যাচেল হাউস, গ্যে হ্যাটফিল্ড, লিয়ানা ওয়ার্ল্ড ম্যান এবং লিজা হেন্সলে এই ছবিটিতে অভিনয় করেছেন। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন শন গ্র্যান্ট।
Subscribe
Login
0 Comments