হলিউড অভিনেতা জারেড লেটো সম্ভবত ‘দ্য লিটিল থিংস্’ ছবিটিতে অভিনয় করবেন। এই ছবিটিতে বর্ষীয়ান অভিনেতা ডেনজেল ওয়াশিংটন এবং রামি মালেক অভিনয় করবেন। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন জন লি হ্যানকক। জারেড লেটো এখানে একজন সিরিয়াল কিলার এর চরিত্রে অভিনয় করবেন এবং ওয়াশিংটন এখানে একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন।
Subscribe
Login
0 Comments