সুপারস্টার জিৎ এর নিজস্ব প্রডাকশন হাউস ‘গ্রাসরুট এন্টারটেইনমেন্ট’ নিয়ে এল নতুন শর্ট ফিল্ম ‘হরে কৃষ্ণ’। পরিচালনা করছেন হিন্দোল চক্রবর্তী।

এই ছবি পরিচালনার মধ্য দিয়ে প্রখ্যাত চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তীর সুযোগ্য পুত্র হিন্দোল চক্রবর্তী আত্মপ্রকাশ করছেন।

মূলত কমেডি বেসড এই ছোট ছবিতে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা শুভময় চ্যাটার্জী, রাজু মজুমদার, মন্টু মল্লিক সহ অন্যান্যদের। প্রযোজনা করছেন জিৎ, গোপাল মদনানি, অমিত জুমরানি।

এন্টারটেইনমেন্টের মহা ডোজ নিয়ে ‘হরেকৃষ্ণ’ আসছে আগামীকাল অর্থাৎ ২৯শে আগষ্ট সকাল ১১টায় গ্রাসরুট এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।