সুপারস্টার জিৎ অভিনীত ‘অসুর’ ছবিটির প্রথম লুক পোস্টার খুবই জনপ্রিয় হয়েছে। টলিউড ইন্ডাস্ট্রির প্রত্যেকেই জিতের এই লুক পোস্টারটির প্রশংসা করেছেন। সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,যশ দাশগুপ্ত, দেব, আবির চাটার্জী, শ্রদ্ধা দাস, মিমি চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, কৌশানী মুখার্জী, বনি সেনগুপ্ত, বাবা যাদব, মহেন্দ্র সোনি, নুসরাত জাহান, অর্পিতা চ্যাটার্জি, স্যাভি প্রত্যেকেই এই ছবির প্রথম লুক পোস্টারের প্রশংসা করেছেন। এই ছবিটির পোস্টার দেখে বোঝাই যাচ্ছে যে এই ছবিতে জিতকে অন্য লুকে দেখা যাবে যে ধরনের লুক এর আগে কখনো দেখা যায়নি। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জিত আবির চ্যাটার্জি এবং নুসরাত জাহান। এই ছবিটির গল্প চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পাভেল যিনি রসগোল্লা ছবিটির মধ্যে দিয়ে পরিচালনা করেন এবং বাচ্চা শ্বশুর ছবিটির গল্প চিত্রনাট্য সংলাপ লেখেন। এই ছবিটি পরিচালনা করছেন পাভেল নিজেই। এই ছবিটি নিয়ে দর্শকদের মনে প্রবল আগ্রহ জন্মেছে। এই লুক পোস্টারটি ইতিমধ্যে নেটিজেনদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে গেছে। এই ছবিটি প্রথমে দুর্গাপূজার সময় আসার কথা থাকলেও পরে জানানো হয় এই ছবিটি স্মৃতি অর্থাৎ দীপাবলি অথবা ক্রিসমাস এর সময় আসবে। তবে ক্রিসমাসে এই ছবিটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওষুধ ছবিটি প্রযোজনা করেছে জিৎস ফিল্মওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।
Subscribe
Login
0 Comments