জন এবং ইমরান অভিনীত ‘মুম্বাই সাগা’ ছবিটির শ্যুটিং আজ থেকে শুরু হয়ে গেল। এই ছবিটি পরিচালনা করছেন বিখ্যাত পরিচালক সঞ্জয় গুপ্তা। এই ছবিটির গল্প লিখেছেন সঞ্জয় গুপ্তা নিজেই। এই ছবিটিতে জন আব্রাহাম, ইমরান হাশমি, জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, প্রতীক বব্বর, গুলশান গ্রোভার, রোহিত রায়, সমীর সোনি,আমোল গুপ্তে অভিনয় করেছেন। এই ছবিটি প্রযোজনা করেছেন ভুষণ কুমার, কৃষাণ কুমার, সঞ্জয় গুপ্তা, অনুরাধা গুপ্তা, সংগীতা আহির। এই ছবিটি ১৯শে জুন ২০২০ তে মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments