অভিনেতা জজু জর্জ থমাস বেঞ্জামিন পরিচালিত ‘অরু রাত্রি অরু পাকাল’ছবিতে অভিনয় করবেন। এই ছবিতে তার সঙ্গে লিনা, রেনজি পানিকার, শান্তি কৃষ্ণ, নদীয়া মইদু, আনারকলি মারাক্বর অভিনয় করছেন। এই ছবিটির শুটিং দুবাই ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং বর্তমানে শুটিং তিরুবন্তপুরমে হচ্ছে। এই ছবিটির কিছু অংশের শুটিং কানাডায় আগামী মাসে হবে।
Subscribe
Login
0 Comments