
গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হওয়ার কারণ জলমগ্ন কলকাতার রাস্তা ঘাট। আলিপুর,সল্টলেক, খিদিরপুর সহ কলকাতার বহু এলাকা জলমগ্ন হয়ে থাকায় অসুবিধায় পড়তে হচ্ছে যাত্রীদের।ছোট গাড়ি মোটর বাইক সহ বাস সকলকেই পড়তে হচ্ছে সমস্যায়। সাধারন মানুষের নাজেহাল অবস্থা সপ্তাহের প্রথম দিনে।

এই সমস্যা নতুন কিছু নয় প্রতিবার বৃষ্টিতে এই একই সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের এবং অফিস যাত্রীদের। সারাদিন এইভাবে বৃষ্টি চলতে থাকলে সাধারণ মানুষের সমস্যা আরো বাড়বে। বৃষ্টির জেরে অফিস যাত্রীদের সপ্তাহের প্রথম দিনে ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। আবহাওয়া সূত্রে খবর আগামী ২৪ ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।