‘জৈষ্ঠপুত্র’ ছবিটি ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ২৬টি ছবির মধ্যে মনোনীত হয়েছে। এই ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। এই ছবিটির মূল ভাবনা প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের। এই ছবিটির গল্প চিত্রনাট্য লিখেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী। এই ছবিটির গল্প দুইভাই বোনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জৈষ্ঠ পুত্র হিসেবে তার সম্পর্ক তার পরিবারের সঙ্গে। এবছর গোয়ায় অনুষ্ঠিত ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির মধ্যে জৈষ্ঠ পুত্র মনোনীত হওয়ায় পরিচালক কৌশিক গাঙ্গুলি খুবই খুশি হয়েছেন।
Subscribe
Login
0 Comments