জনপ্রিয় অভিনেত্রী কাজল নেটফ্লিক্সের ছবি ত্রিভঙ্গ মধ্যে দিয়ে ডিজিটাল প্লাটফর্মে ডেবিউ করতে চলেছেন। এই ছবিটি প্রযোজনা করবেন অজয় দেবগন ফিল্মস। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন কাজল, তানভি আজমি এবং মিথিলা পার্কার। ‘ত্রিভঙ্গ’ ওড়িশি নৃত্যের একটি ভঙ্গির নাম। এই ছবিতে কাজল তানভি আজমি ও মিথিলা পার্কার (নয়না, অনু, মাশা) তিনজন নারীর চরিত্রে অভিনয় করবেন। নেটফ্লিক্সের বিশ্বব্যাপী কোটি কোটি সাবস্ক্রাইবারের কাছে পৌঁছে যাবেন কাজল এই ছবিটির মধ্যে দিয়ে। ডিজিটাল প্ল্যাটফর্মে ডেবিউ নিয়ে তিনি খুবই উৎসাহী।
Subscribe
Login
0 Comments