কালকি কোচলিন অভিনীত হরর থ্রিলার ওয়েব সিরিজ ‘ভ্রম’এর প্রিমিয়ার ১৮ই সেপ্টেম্বর হবে। গ্রামে কালকি কোচলিন ছাড়াও চন্দন রায় সান্যাল, সঞ্জয় সুরি, ইজাজ খান, ভূমিকা চাওলা, ওমকার কাপুর বিক্রম কোচার, অঞ্জলী তাতরারি, ধারাম্প্রীত গিল, জশন অগ্নিহোত্রী, অসিত চ্যাটার্জী এবং ভক্তি মানিয়ার অভিনয় করেছেন। এই ওয়েবসিরিজটি জি ফাইভ এ প্রিমিয়ার হবে আগামী ১৮ ই সেপ্টেম্বর।
Subscribe
Login
0 Comments