প্রযোজক পরিচালক করণ জোহারের দোস্তানা টু’ ছবিটির জন্য কোন নায়ক এই খুঁজে পাচ্ছেন না। এই ছবিটির জন্য হৃত্বিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রা, শাহিদ কাপুর, রাজকুমার রাও, দিলজিৎ দোসাঞ্জে সকলের কাছেই করন প্রস্তাব দেন কিন্তু প্রত্যেকেই কোন না কোন অজুহাত বা বাহানায় তা প্রত্যাখ্যান করেন। ঋত্বিক বলেন তিনি সোনালীর ছাড়া ছবি করবেন না সিদ্ধার্থ মালহোত্রা ও গ্যে চরিত্রে অভিনয় করতে রাজি নন। শাহিদ কাপুর তার ক্যারিয়ার সবথেকে বড় ব্লকবাস্টার ছবি কাবির খান দেওয়ার পর তিনি আর এই গ্যে চরিত্রটি করে ক্যারিয়ারে ঝুঁকি নিতে চাইছেন না। অন্যদিকে রাজকুমার রাও রাজি হলেও তিনি ১৩ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন যা দিতে নির্মাতা করণ জোহর রাজি হননি। অন্যদিকে দিলজিত দোসাঞ্জে সমকামী চরিত্রে অভিনয় করতে রাজি নন। করণ এই নিয়ে চিন্তায় রয়েছেন তবে রাস্তা একটা আছে। যদি জাতীয় পুরস্কার প্রাপ্ত আয়ুষ্মান খুরানা কে তিনি এখনও এই প্রস্তাব দেননি। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা আয়ুষ্মান বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেন তাই তার পক্ষে হয়তো এই চরিত্রে অভিনয় করার সম্ভাবনা রয়েছে কারণ তিনি প্রথাগত ছকবাঁধা অভিনয়ের বাইরে গিয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবং তার থেকেই এ বছর তিনি সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। এই ছবিটিতে কার্তিক আরিয়ান এবং জাহ্নবী কাপুর ভাই-বোনের চরিত্রে অভিনয় করবেন। এই ছবিটি পরিচালনা করবেন শকুন বাত্রা। ছবিটি প্রযোজনা করবেন করণ জোহারের প্রোডাকশন হাউস ধর্মা প্রোডাকশন।
Subscribe
Login
0 Comments