কারনি সেনার রোষানলে পড়ল পৃথ্বীরাজ। অক্ষয় কুমার এবং মানুশি চিল্লার অভিনীত পৃথ্বীরাজ ছবিটি নিয়ে কারনি সেনার মধ্যে তুমুল অসন্তোষ শুরু হয়েছে। এর পূর্বে বাজিরাও মাস্তানি এবং পদ্মাবত ছবিটির ক্ষেত্রেও কারনি সেনার রোষানলে পড়েছিল পরিচালক প্রযোজক এবং অভিনেতারা। দীপিকা পাডুকোনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় কারনি সেনার পক্ষ থেকে যখন তিনি পদ্মাবত ছবিতে রানী পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেছিলেন। পদ্মাবত ছবিটির সেট ভেঙে ফেলা হয় এবং পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কারনি সেনার তুমুল বচসা হয় এবং তাকে অপমান করা হয়। কারনি সেনার যুব শাখার সম্পাদক সুরজিৎ সিং রাঠোর জানান এই ছবিটির নাম পৃথ্বীরাজ এর বদলে বীরযোদ্ধা পৃথ্বীরাজ চৌহান অথবা সম্রাট পৃথ্বীরাজ চৌহান করতে হবে। শুধুমাত্র পৃথ্বীরাজ নামের মধ্যে দিয়ে সম্রাট পৃথ্বীরাজের গরিমাকে খর্ব করা হচ্ছে এবং তার বীরত্ব ও তার বলিদান কে অপমান করা হচ্ছে। তিনি এও জানান এই ছবিটির চিত্রনাট্য ও তাদের সাথে আলোচনা করতে হবে এবং ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগে কারনি সেনার সদস্যদের দেখাতে হবে এবং তাদের অনুমতি নেওয়ার পরে ছবিটিপ্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিটির প্রযোজক পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীদের তরফ থেকে কোনো বক্তব্য জানা যায়নি।
কারনি সেনার রোষানলে এবার পৃথ্বীরাজ
