Kartik Aryan’s “Dhamaka” will give the audience a taste of a fancy story after a long time.

“ধামাকা” । কার্তিক আরিয়ানের নতুন ছবি “ধামাকা” খুব শীঘ্রই আসতে চলেছে নেটফ্লিক্সে ১৯ এ নভেম্বর । আজই কিছু মুহূর্ত আগে মুক্তি পেল এই ছবির ট্রেলার স্বনামধন্য “নেটফ্লিক্স ইন্ডিয়া” ইউটিউব চ্যানেলে।

কি ধামাকা নিয়ে আসতে চলেছে এই ছবি জানেন????হ্যাঁ,একেবারে একটি অভিনব গল্প আমরা দেখতে পাবো এই ছবিটিতে । ছবিতে কার্তিক আরিয়ান কে প্রথমে একজন রেডিও জগার হিসাবে দেখা যাবে। তার পর হঠাৎই একদিন কাজের সূত্রে তাঁর কাছে এক অচেনা ব্যক্তির হুমকি আসে রেডিওর মাধ্যমে খুব ক্যাজুয়ালি । প্রথমে ঘটনাটিকে পাত্তা না দিলেও , নিমেষেই চোখের পলকে ঘটে যায় সেই ঘটনা। হ্যাঁ,এটি ছিল একটি “টেরোরিস্ট এট্যাক”। এই ভাবেই গল্প মোড় নেয় অন্য দিকে । এই হট নিউজ কে পাথেয় করে তাঁর কেরিয়ারে সাফল্য পাওয়ার উদ্যেশ্যে সংবাদ উপস্থাপক হিসাবে সেই সংবাদ উপস্থাপনা করতে শুরু করেন তিনি। কিন্তু তারপর কি সবটা ঠিক থাকল?????না,এমনটা মোটেই নয়। উপস্থাপনা করতে বসে হঠাৎই গোলমাল পাকিয়ে যায় তাঁর সব কিছু। কর্ম জগতের সঙ্গে ব্যক্তিগত জগৎ কিভাবে যেন জড়িয়ে যায়!!!!
এই চাঞ্চল্যকর ঘটনা দেখতে কিন্তু সমস্ত দর্শকরা অপেক্ষায় প্রহর গুনছে। রাম মাধবানি পরিচালিনায় “ধামাকা” এর ইতিমধ্যেই মানুষের মনে দারুন উত্তেজনার সৃষ্টি করেছে।এবার শুধু দেখার পালা ছবিটি কত টা মানুষের হৃদয় স্পর্শ করতে পারে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x