ক্যাটরিনা ক‍্যাফ তার নিজের বিউটি ব্র্যান্ড ‘কে বাই ক‍্যাটরিনা’২২শে অক্টোবর লঞ্চ করবেন

ক্যাটরিনা ক‍্যাফ তার নিজের বিউটি ব্র্যান্ড ‘কে বাই ক‍্যাটরিনা’২২শে অক্টোবর লঞ্চ করবেন। এবছর ল্যাকমে ফ্যাশন উইক থেকে শুরু করে বিশ্বের স্বনামধন্য সবকটি ফ্যাশন উইকে তাকে প্রত্যেক বছর ফ্যাশন ডিভা হিসেবে দেখা যায়। তাকে ইন্ডিয়ার বারবি ডল বলেও আখ্যা দেয়া হয়েছে। তিনি তাঁর সৌন্দর্যের প্রতি খুবই যত্নশীল এবং তিনি যে ধরনের বিউটি প্রোডাক্ট বাজারে আনতে চলেছেন প্রত্যেকটি অর্গানিক এবং সমস্ত রকম কেমিক্যাল ফ্রি হতে চলেছে। স্বাস্থ্যের সাথে এবং ত্বকের সাথে যাতে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে না হয় সেদিকে তিনি বিশেষ জোর দিয়েছেন। তারেই বিউটি লাইন ব্র্যান্ড যে খুবই সফল হবে তা বলার অপেক্ষা রাখে না। বলিউডের তিনি প্রথম যিনি অভিনেত্রী হিসেবে নিজের বিউটিলাইন বাজারে আনতে চলেছেন। এর আগে ভিক্টোরিয়া বেকহ্যাম থেকে শুরু করে হলিউডের বিখ্যাত নায়িকাদের নিজেদের বিউটি ব্র্যান্ডের দারুন চাহিদা রয়েছে। এই এই সারিতে নতুন যোগ হলেন ক্যাটরিনা ক্যাফ। ক্যাটরিনা কাইফের বিউটি ব্র্যান্ড অনলাইন শপিং পোর্টাল নাইকা তে ২২শে অক্টোবর থেকে পাওয়া যাবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x