কীর্তি সুরেশ অভিনীত ‘মিস ইন্ডিয়া’ ছবিটি আগামী বছর মুক্তি পাবে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ, জগপথি বাবু, নবীনচন্দ্র ,রাজেন্দ্র প্রসাদ, নরেশ, ভানুশ্রী মেহরা, সুমন্ত, পুজিতা, পন্নদা এবং নাদিয়া। এই ছবিটি পরিচালনা করেছেন নরেন্দ্রনাথ। এই ছবিটি প্রযোজনা করেছেন মহেশ এস কোনেরু। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন থমন এস। এই ছবিটির গল্প চিত্রনাট্য লিখেছেন নরেন্দ্রনাথ এবং তরুণ।
Subscribe
Login
0 Comments