‘ভেতো বাঙালি’ ,শব্দটা শুনেছেন নিশ্চয়ই। এই ‘ভাত’ এর পাশাপাশি ‘রহস্য’-র প্রতি বাঙালির ভালোবাসা চিরকালের।
“গা ছম ছম, কি হয় কি হয়” এই অনুভূতি আস্বাদনের জন্যই আবার অনেকে বেড়িয়েও পড়েন অজানার উদ্দেশ্যে। কিন্তু ঘরে বসে যদি এই অনুভূতি পাওয়া যায় তাহলে কেমন হয়?
হ্যাঁ , ঠিকই শুনেছেন।আর ঠিক সেই কথা মাথায় রেখেই আসতে চলেছে ঋষিকেশ মুখোপাধ্যায়-র লেখা ও পরিচালিত ‘আবাহন 2’।
‘আবাহন ১’ ছিল একটি মিষ্টি প্রেমের গল্প । কিন্তু, ‘ আবাহন 2 ‘ একটি থ্রিলিং স্টোরি । এই গল্পে খুব প্রিয় একটি চরিত্র খুন হয়ে যায় এবং সেই খুনির সন্ধানে নতুন লড়াই শুরু হয় গল্পের নায়ক অর্জুনের। অর্জুনের চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রজিৎ ঘোষ। স্নেহা রায় চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন দিয়া মুখার্জী। মহেশ সেনগুপ্তের চরিত্রে অভিনয় করেছেন ঋষিকেশ মুখার্জী। অভিষেক ব্যানার্জীর চরিত্রে অভিনয় করেছেন সৈকত মিশ্র। ভবানীপ্রসাদ কানরার চরিত্রে অভিনয় করেছেন মিস্টার গাঙ্গুলী। নীতিশ হালদারের চরিত্রে অভিনয় করেছেন তপন চৌধুরী। এছাড়া আরো কয়েকজন অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন।
‘আবাহন ২’ এর চিত্রনাট্য লিখেছেন ঋষিকেশ মুখার্জী এবং তুষার পাত্র। ক্যামেরার দায়িত্ব সামলেছেন তুষার পাত্র।
‘আবাহন ২’এর সংগীত পরিচালনা করেছেন মেঘাশ্রী মুখার্জী এবং দেবজিত ঘোষ।
শ্রী দীপক রায় ও ‘ এস আর আই ফিল্মস্ অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত ‘আবাহন 2’ খুব শীঘ্রই আসতে চলেছে নিকটবর্তী কক্ষগৃহে।