আমার এফ এম-এর প্রাক্তন রেডিও জকি লাবণ্যের সংসারে উঁকি মারলেই এখন প্রথমেই চোখ পড়বে রান্নাঘর। তবে এ রান্নাঘর জি বাংলার রান্নাঘর।

সুদীপা চ্যাটার্জীর সাথে কথায় আড্ডায় লাবণ্য রান্না করলেন নন-ভেজ ডিশ। কিন্তু কি রান্না করলেন তা জানতে দেখতে হবে রান্নাঘর, আগামীকাল বিকেল ৪.৩০ এ জি বাংলা ও জি ফাইভ অ্যাপে।

এই রান্নাঘর ছাড়াও তাঁর আরও একটি রান্নাঘর আছে, তাঁর ক্যাফের রান্নাঘর। সঞ্চালনা, ভয়েস ওভার ছাড়াও কয়েক বছর আগে তিনি ওপেন করেছেন ‘ক্যাফে বাই দ্য লেন-নর্থ’।

সাধারণত দক্ষিণ কলকাতায় ক্যাফে কালচার থাকলেও উত্তর কলকাতায় এর আধিক্য কম। সে জায়গা থেকে লাবণ্যর এই উদ্যোগ বেশ অন্যরকম।

বিভিন্ন স্বাদের চা, কফি আর স্নাক্স খেতে খেতে প্রিয় মানুষের সাথে ঠেক জমিয়ে দেওয়ার ঠিকানা শোভাবাজার মেট্রো থেকে কাছেই, ৬৮এ, অরবিন্দ সরণি (অঞ্জলী বাটির কাছে)।