কিয়ারা আডবানি ‘থালাপতি সিক্সটি ফোর’ ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন। এই ছবিটিতে কিয়ারা থালাপতি বিজয় এর বিপরীতে অভিনয় করবেন। এই ছবিটি থালাপতি বিজয় এর অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। থালাপতি বিজয় বর্তমানে ‘বিজিল’ ছবির শুটিং শেষ করে ডাবিং করছেন। এই ছবিটি পরিচালনা করবেন লোকেশ কঙ্গরাজ। এই ছবিটির প্রযোজনা করবেন জেভিয়ার বৃত্ত। এই ছবিটির সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। এই ছবিটির এডিটিং এর দায়িত্ব সামলাবেন ফিলোমিন রাজ। এই ছবিটির ভিলেনের চরিত্রে অভিনয় করার জন্য বর্ষিয়ান কোন অভিনেতার খোঁজ করা হচ্ছে। এই ছবিটি ২০২০ সালের মাঝামাঝি মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments