কিচ্ছা সুদীপ অভিনীত ‘পেহেলওয়ান’ ছবিটির ট্রেলার ইউটিউবে দর্শকদের মনে দারুণ সাড়া ফেলেছে। এই ছবিটির ট্রেলার ইতিমধ্যে ১১ মিলিয়ান এর কাছাকাছি ভিউজ পৌঁছে গেছে। এই ছবিটি পরিচালনা করেছেন এস. কৃষ্ণ। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিচ্ছা সুদীপ সুনীল শেট্টি সুশান্ত সিং কবির শরৎ লোহিতাসভা। এই ছবিটির প্রযোজনা করেছেন স্বপ্ন কৃষ্ণা। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন অর্জুন জানুয়া। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন কৃষ্ণা-মধ-ুকান্নন। এই ছবিটির চিত্রগ্রহণ করেছেন করুণাকর। এই ছবিটি আগামী ১২ই সেপ্টেম্বর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments