জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ পরিচালক ঈশ্বর কার্তিকের পরবর্তী ছবিতে অভিনয় করবেন। ৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কীর্তি সুরেশ ‘মহানতি’ ছবিটির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পান। এই ছবিটি মূলত ইমোশনাল মিস্ট্রি থ্রিলার হবে। এই ছবিটিতে সংগীত পরিচালনা করবেন সন্তোষ নারায়নান। এই ছবিটির চিত্রগ্রহণ করবেন কার্তিক পালেনি। ছবিটির শুটিং কোন্ডাইকানালে সেপ্টেম্বর থেকে শুরু হবে। এছাড়াও কীর্তির হাতে প্রিয়দর্শনের মাল্টি স্টার ছবি মরক্কার : আরবিকাদালিন্তে সিংহাম(মোহনলাল প্রধান চরিত্রে অভিনয় করবেন), বলিউড মেগাস্টার অজয় দেবগনের সঙ্গে একটি বলিউডি ছবিতে অভিনয় করবেন যেটি ‘বাধাই হো’ ছবিটির পরিচালক অমিত শর্মা পরিচালনা করবেন।
Subscribe
Login
0 Comments