অরিন্দম শীল পরিচালিত এবং কোয়েল মল্লিক অভিনীত মিতিনমাসি ছবিটির শুটিং আজ থেকে শুরু হয়ে গেল। মিতিনমাসি ছবিটির গল্প লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মিতিন মাসির গল্প’ থেকে নেওয়া হয়েছে।এই ছবিটি প্রযোজনা করেছেন ক্যামেলিয়া প্রোডাকশন প্রাইভেট লিমিটেড এবং রুপা দত্ত। এই ছবিটিতে কোয়েল একজন মহিলা গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন। ছবিটি এই বছর দুর্গা পূজার সময় মুক্তি পাবে। পরিচালক অরিন্দম শীল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে প্রথম দিনের শুটিং এর কথা জানান।
Subscribe
Login
0 Comments