আগামী বছর মিতিনমাসি ফের একবার রুপোলি পর্দায় দুর্গাপূজার সময় ফিরছে। আগামী বছর পুজোয় সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের লেখা কেরালায় কিস্তিমাত গল্প অবলম্বনে মিতিনমাসির নতুন ছবিটি নির্মিত হবে। এই ছবিটির শুটিং বিস্তীর্ণ অঞ্চলজুড়ে হবে। এই ছবিটিতে কোয়েল মল্লিক অর্থাৎ মিতিনমাসি বেশ কয়েকটি রোমহর্ষক স্ট্যান্ট করবেন। বেশ কয়েকটি স্পিডবোর্ড চেসের দৃশ্য এই ছবিতে দেখা যাবে। এই ছবিটির বাজেট প্রজেকশন এবং ট্রিটমেন্ট আগের ছবির চেয়ে ৫ গুণ বেশি হবে বলে পরিচালক জানিয়েছেন। এই ছবিটির বাজেটও আগের ছবি তুলনায় অনেক বেশি হবে বলে পরিচালক জানিয়েছেন। এই ছবিতে কোয়েল কে অসাধারণ কিছু স্ট্যান্ট করতে দেখা যাবে।
Subscribe
Login
0 Comments