কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিনমাসি’ ছবিটির টিজার আজ মুক্তি পেয়েছে। এই ছবিটিতে একজন গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে। এই ছবিতে কোয়েল মল্লিকের সঙ্গে বিনয় পাঠক, জুন মালিয়া, সুরজিৎ দত্ত ,রিয়া বণিক, অনির্বাণ চক্রবর্তী এবং কোয়েল দাস অভিনয় করেছেন। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ এবং ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। এই ছবিটির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং অরিন্দম শীল। এই ছবিটি প্রযোজনা করেছেন ক্যামেলিয়া গ্রুপের কর্ণধার রুপা দত্ত। এই ছবিটির পোশাক পরিকল্পনা করেছেন জয়ীতা রায় এবং মেকআপের দায়িত্ব সামলেছেন সোমনাথ কুন্ডু। এই ছবিটি বিখ্যাত লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিনমাসির গল্প থেকে নেওয়া হয়েছে। এই বিচারে কোয়েল মল্লিকের অভিনয় এবং তার সংলাপ দর্শকদের মন ছুয়ে যাবে। এই টিচারের শেষ দিকে কোয়েল মল্লিক একটি অসাধারণ সংলাপ বলে সেটি হলো “মেয়েছেলে না দাদু মহিলা”। ছবিটির টিজের শুরুতেই এক বৃদ্ধ কোয়েল কে উদ্দেশ্য করে বলেন “মেয়েছেলে আবার গোয়েন্দা”, তারই প্রত্যুত্তরে কোয়েল ওপরের ওই সংলাপটি বলেন। এই ছবিটিতে কোয়েলকে অন্যভাবে দর্শকরা খুঁজে পাবেন। এই ছবির টিজারে তার পারফরম্যান্স এবং ডায়ালগ ডেলিভারি এককথায় অনবদ্য।
Subscribe
Login
0 Comments