“কলকাতা সিমলা A বং পজেটিভ” নাট্যদলের পঞ্চম জন্মদিন উপলক্ষে ‘মহৎ সামাজিক উদ্যোগ’ আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলেছে।

আগামী ১ লা আগস্ট
‘কলকাতা সিমলা A বং পজেটিভ’ নাট্য দলের পঞ্চম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে সারাদিন ব্যাপী নানান রকমের উদযাপন। এই দিন সকাল থেকেই মহৎ রক্তদান কর্মসূচীর মধ্যে দিয়ে শুরু হবে অনুষ্ঠান। বেলা ১২ টার সময় এই রক্তদান কর্মসূচী তে উপস্থিত থাকবেন প্রখ্যাত অভিনেতা বাসবদত্তা চট্টোপাধ্যায়, ও কিঞ্জল নন্দ। সঙ্গে আয়োজন করা হয়েছে বিনামূল্য অক্সিজেন পার্লারেরবিকেল ৫ টা থেকে থাকছে থিয়েটার নিয়ে এক সেমিনার। করোনা পরিস্থিতিতে সমস্ত ক্ষেত্রে যখন ধীরে ধীরে ছাড় দেওয়া হচ্ছে, থিয়েটার হল গুলো খোলার প্রতি দৃষ্টি নেই কারোর, কাজের অভাবে অসংখ্য শিল্পী নিজেদের পেশা ছেড়ে বাধ্য হচ্ছেন অন্য কাজ করতে, এরকম অবস্থায় কি হতে পারে থিয়েটারের ভবিষ্যত? এই বিষয়ক এই থিয়েটার আলোচনা চক্রে উপস্থিত থাকবেন অনিন্দ্য ব্যানার্জী, অনুরাধা মুখার্জী, পঙ্কজ মুন্সী, কমল চ্যাটার্জী, ত্রীগুণা শঙ্কর এর মতোন প্রখ্যাত ব্যক্তিত্বরা। সঙ্গে আয়োজন করা হয়েছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।।
‘কলকাতা সিমলা A বং পজেটিভ’ এর পঞ্চম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে সারা দিন ব্যাপী এই অনুষ্ঠানকে সফল করে তুলুন।

সৌজন্যে
“কলকাতা সিমলা A বং পজেটিভ”

তারিখ :
০১.০৮.২০২১ , রবিবার।

স্থান :

হেঁদুয়া পার্কে পাশে , উত্তর কলকাতা

( স্কটিশ কলেজের সামনে )

যোগাযোগঃ ৮০৭২৬৪১৩৮২ ৯৮৩৬৬৬২৬৮২
৬২৯১২১০০৪৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x