Koushiki Chakraborty and Aditi Munsi’s new jodi, playing all over

গান অনেক সময় আমাদের জীবনে থেরাপির মতো কাজ করে। গানকে মন ভালো করার ঔষধি বলা হয়ে থাকে। আর সেই গান যদি প্রাকৃতিক এবং ভক্তিমূলক গানের সমন্বয় হয় তাহলে তো কোনো কোথায় থাকে না। এই দুই প্রকৃতির গানের সংমিশ্রণ এবার শোনা গেল কৌশিকী চক্রবর্তী এবং অদিতি মুন্সি-এর গলায়। গানের নাম ভোরের শিশির এবং প্রভাত সময়ে। এই দুটি ভিন্ন প্রকৃতির ভিন্ন গানকে একসাথে মিলিয়ে সুর মিলিয়েছেন এই দুই গায়িকা। এই গানটি, “চার প্রহরের গান” অ্যালবাম এর। গানটি কম্পোজ করেছেন জয় সরকার। গানের লিরিক্স লিখেছেন প্রবীর মুখোপাধ্যায়।

এই গানটি গত ৯ই ডিসেম্বর, ইউটিউব চ্যানেল ‘আশা অডিও’ থেকে মুক্তি পায়। এবং তার পর থেকেই এই দুই গায়িকার যুগলবন্দীকে প্রত্যেক শ্রোতারা খুবই পছন্দ করছেন। শহরের কোলাহল থেকে দূরে গিয়ে, শান্তিনিকেতনের রাঙা মাটিতে এই গানের শ্যুটিং হয়েছে। যা এই গানের জন্যে একদম যথার্থ। গানটি যতটা শ্রুতি মধুর, তা ভিসুয়্যালিও খুব সুন্দর। সব মিলিয়ে বলতেই হয় গানটি দুর্দান্ত। ইউটিউব ছাড়া এই গানটি জিও সাভান, গানা এবং স্পটিফাই এর মতো অ্যাপেও শোনা যাচ্ছে। তাই এখনও যদি শুনে না থাকেন তাহলে শুনে নিন কৌশিকী চক্রবর্তী এবং অদিতি মুন্সির এই দারুন যুগলবন্দীটি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x