কুনাল খেমু অভিনীত ‘লুটকেস’ ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে।এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কুনাল খেমু,রাসিকা দুগ্গল, রণবীর শোরে এবং বিজয় রাজ। এই ছবিটির পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। এই ছবিটিতে কুনাল খেমু নন্দন কুমার এর চরিত্রে অভিনয় করছেন, রাসিকা দুগাল লতার চরিত্রে অভিনয় করছেন, বিজয় রাজ এই ছবিটিতে বালা রাঠোরের চরিত্রে অভিনয় করছেন রণবীর শোরে এই ছবিটিতে ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করছেন এবং গুজরাজ রাও এই ছবিটিতে এমএলএ পাটিলের চরিত্রে অভিনয় করছেন।এই ছবিটি প্রযোজনা করছে ফক্স স্টার স্টুডিওস। এই ছবিটি আগামী ১১ ই অক্টোবর মুক্তি পাবে। এই ছবিটির গান সারেগামাপা এর মিউজিক লেবেলে মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments