কিংবদন্তি অভিনেত্রী মালা সিনহা পরলোকগমন করেন। গতকাল দুপুর একটার সময় তিনি মুম্বাইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মালা সিনহা মুম্বাইয়ে ১৫ ই নভেম্বর ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি তার অভিনয় জীবন মডেলিং এর মাধ্যমে শুরু করেন এবং মিস বোম্বাই ও হয়েছিলেন। মডেলিং করার সময় বিখ্যাত পরিচালক বাসু চ্যাটার্জির চোখে পড়েন এবং তার বহু ছবিতে তাকে নায়িকা হিসেবে দেখা যায়। তার প্রথম ছবির নাম রাজা কাকা জেঠি ১৯৭৪ সালে মুক্তি পায়। তাঁর বিখ্যাত ছবিগুলির মধ্যে ‘ছোটি সি বাত’, ‘পতি পত্নী অউর ও’ এবং ‘রজনীগন্ধা’ বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ‘হাওয়াস’ (১৯৭৪),’মেরা ‘জীবন’ (১৯৭৬), ‘কিতাব’ (১৯৭৭),’সফেদ ঝুট'(১৯৭৮), হরর ছবি ‘সবুত'(১৯৮০),’লাভ স্টোরি'(১৯৮০)। মালা সিনহা 2011 সালে আবার বলিউডে অভিনয় করেন সালমান খান অভিনীত ছবি ‘বডিগার্ড’ এ। বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং হঠাৎ করে অসুস্থ হওয়ার পর তাকে মুম্বাইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি ভেন্টিলেটরে ছিলেন কিন্তু তিনি আর চিকিৎসায় সাড়া না দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার একমাত্র কন্যার নাম জাহ্নবী। তিনি ১৯৬৮ সালে ভেঙ্কটেশ্বরন আইয়ার কে বিয়ে করেন। তার স্বামী ভেঙ্কটেশ্বর ১৯৯৬ সালে মারা যান। তিনি পুনরায় একজন ডাক্তারকে বিবাহ করেন কিন্তু পরবর্তীকালে তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা নিজেই ডাক্তারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন এবং মামলা করে জয়ী হন।
Subscribe
Login
0 Comments