কিংবদন্তী সঙ্গীত পরিচালক মোহাম্মদ জাহুর খায়াম হাসমী গতকাল রাতে মারা যান

কিংবদন্তী সঙ্গীত পরিচালক মোহাম্মদ জাহুর খায়াম হাসমী গতকাল রাতে মারা যান। এই কিংবদন্তী সঙ্গীত পরিচালক গত বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। গত ২৮ শে জুলাই তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন ধরে তিনি ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। গতকাল রাত সাড়ে নটা নাগাদ তার চিকিৎসারত ডাক্তাররা জানান কার্ডিয়াক অ্যারেস্ট এর কারণে তিনি মারা গেছেন। এই সঙ্গীতশিল্পী প্রথম ‘আখরি খত’ ছবিটিতে প্রথম সংগীত পরিচালনা করেন। এই ছবিটিতে সুপারস্টার রাজেশ খান্না অভিনয় ডেবিউ করেন। এই ছবিটির লিরিকস লিখেন কাইফি আজমি এবং ‘বাহারো মেরে জিভান ভি সাবারো’ যেটিই লতা মঙ্গেশকার এবং ভূপেন্দর সিং গেয়েছিলেন। এই গানটির মধ্যে দিয়ে কণ্ঠশিল্পী ভূপেন্দর সিং এর ছবির গানে ডেবিউ করেন। কাভি কাভি ছবিটির গান বক্স অফিস এর সমস্ত রেকর্ড ভেঙে দেয়। এই ছবিটিতে অমিতাভ বচ্চন এবং রাখি গুলজার অভিনয় করেছিলেন। এই ছবিটি তিনটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছিল। বেস্ট লিরিকস বেস্ট মিউজিক ডিরেক্টর এবং বেস্ট প্লেব্যাক সিঙ্গার। ‘উমরাও জান’ ছবিটির জন্য খায়াম জাতীয় পুরস্কার ও ফিল্ম ফেয়ার পুরস্কারের সম্মান জেতেন। এছাড়াও ‘বাজার’, ‘রাজিয়া সুলতানা’, ‘নুরী’ প্রমুখ ছবিতে তিনি অসামান্য সংগীত উপস্থাপন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার মৃত্যুর পর দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, সংগীত সম্রাজ্ঞী কণ্ঠশিল্পী লতা মঙ্গেসকার, তরুণ প্রজন্মের সংগীত পরিচালক শেখার রবজিয়ানি, বিশাল দাদলানি থেকে শুরু করে বহু চলচ্চিত্র জগতের মানুষ তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x