
TBH বাংলার প্লাটফর্মে আমাদের সঙ্গে ছিলেন বাংলা গানের জনপ্রিয় ডিরেক্টর ‘লিঙ্কন রয়চৌধূরি‘।
তার সাথে অনেক গল্পঃ, অনেক আড্ডা হোলো। আড্ডায় ছিলো আমাদের প্রতিনিধি মাধুরী বটব্যাল।

TBH বাংলা- আপনি কেমন আছেন বলুন?
লিঙ্কন রয়চৌধূরী- ভালো আছি।তুমি কেমন আছো?
TBH বাংলা- ভালো আছি। বর্তমান পরিথিতিতে আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে?
লিঙ্কন রয়চৌধূরী- তেমন কোনো অসুবিধে তে পড়তে হচ্ছে না।
TBH বাংলা- আপনি এই মুহূর্তে কোন্ কোন প্রজেক্টের সাথে যুক্ত আছেন যদি একটু বলেন?
লিঙ্কন রয়চৌধুরী- “LiVE” “ছুটি” এ ছাড়া আটিউল ইসলাম পরিচালিত “SHADOW“। আর তা ছাড়া সিঙ্গেল কাজ তো রয়েইছে।

TBH বাংলা- “ছুটি” এবং “SHADOW”প্রজেক্টের সম্পর্কে কি কিছু বলতে চাইবেন?
লিঙ্কন রয়চৌধুরী- ছবির সম্পর্কে আমি অতটা জানিনা তবে আমায় বলা হয়ে ছিলো একটি ‘প্যাশনেট লাভ song’ দিতে। সে টাই করেছি আমি। “SHADOW” হচ্ছে ঋজু হালদার প্রোডিউসার, ‘রী এন্টারপ্রাইস ‘ এর প্রজেক্ট। ওটার গল্পঃ এখনো শুরু হয়নি।

TBH বাংলা- মিউজিক composer হবার পেছনের এই জার্নিটা যদি একটু share করেন……
লিঙ্কন রয়চৌধূরি- জার্নি বলতে আমার বাবা একজন মিউজিক ডিরেক্টর ছিলেন। ছেলে বেলা থেকেই গান শুনতাম বাড়িতে। সেই থেকেই গানের প্রতি ভালোবাসা। গান তো রক্তে মিশে আছে। আমি প্রথম ৫ বছর বয়সে গান লিখি।
TBH বাংলা- শাপলা মিডিয়ার সাথে আপনি কবে থেকে যুক্ত?
লিঙ্কন রয়চৌধূরি – বহুদিন ধরে। আমার প্রথম কাজ শুরু হয় শাপলা মিডিয়ার হাত ধরে। ‘ক্যাপ্টেন খান ‘ আমার প্রথম ছবি।
TBH বাংলা- বাংলা ছাড়া আর কোন কোন ভাষায় মিউজিক কম্পোজ করতে চলেছেন?
লিঙ্কন রয়চৌধূরি- বলিউডে আমার নতুন প্রজেক্ট ‘সোনম মুভিজ ‘ এর সাথে চলছে।
TBH বাংলা- যারা আপনাকে এবং আপনার গান কে ভালোবাসে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন?
লিঙ্কন রয়চৌধূরি- একটাই কথা আমি একদমই নতুন। আমাকে এবং বাংলা গান কে ভালোবাসবেন।ওনাদের ভালোবাসাটাই সবথেকে বড়। ওনারাই আমাদের ভগবান।