নয়ন তারা নিভিন পাউলি অভিনিত ‘লাভ একশন ড্রামা’ ছবিটি ওনামে নামে মুক্তি পাবে। এই ছবিটিতে নয়নতারা শোভার চরিত্রে এবং নিতে ইন দিনেশন এর চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিটি পরিচালনা করেছেন ধ্যান শ্রীনিবাসন। ছবিটির সংগীত পরিচালনা করেছেন শান রহমান। ছবিটির প্রযোজনা করেছেন বিকাশ সুব্রামানিয়াম এবং আজু ভার্গিস। ছবিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজু ভার্গিস এবং দুর্গা কৃষ্ণন। ছবিটিতে নয়ন তারা এবং নিভিন এর জুটিকে সকলেই বেশ প্রশংসা করেছেন।
Subscribe
Login
0 Comments