ভালোবাসার মানুষের থেকে আলাদা হয়ে যাওয়া হয়তো জীবনের সব থেকে বড়ো দুঃস্বপ্ন। আমরা না চাইতেও অনেক পরিস্থিতির শিকার হয়ে বা একে-অপরের ভালোর জন্য অনেক সময়ই ভালোবাসার মানুষের থেকে আমাদের আলাদা হয়ে যেতে হয়। কিন্তু যতই আলাদা হই ,ভালোবাসাটা কি কখনো মুছে যাই, সেটা মনে হয় প্রায় অসম্ভব। আর দূরে চলে গেলে, ভালোবাসার টানটা কেমন যেন একটু বেশিই বেড়ে যায়। ঠিক কেমন হয় সেই টানটা ?জানতে চান ?
তাহলে আনরোমান্টিক জীবন থেকে একটু সময় বার করে অবশ্যই শুনুন গায়ক প্রীতম কুমারের নতুন Romantic সৃষ্টি -“Keno Aj Dure Geli “। সম্প্রতি You Tube -এ রিলিজ করেছে এই গানটি। এক দিনের মধ্যেই প্রায় ৫০০-এর বেশি ভিউস পেয়েছে এই গান। কথা এবং সুর উভয়ই গায়ক অর্থাৎ প্রীতম কুমারের নিজের। Music Lable হিসাবে রয়েছে – BMF Music এবং ভিডিও সঞ্চালনায় রয়েছে -অনুপমা রায়। এবং গানের অসম্ভব মিষ্টি poster তৈরির কৃতিত্বে রয়েছে-শুভম মোদক।
ভালোবাসার ছোঁয়া যে হৃদয় একবার পায় ,তার পক্ষে সেই ছোঁয়া থেকে দূরে যাওয়া হয়তো প্রায় অসম্ভব হয়। কিন্তু কথায় বলে না , “দূরে থাকলে ভালোবাসা বাড়ে “।আর সেই বাড়তি ভালোবাসার ভাব,সুর বোধহয় একটু বেশিই Special হয়। আর ঠিক সেই speciality -টাই যেন আছে প্রীতম এর এই গানে। তাই আমাদের দূরে চলে যাওয়া ভালোবাসার মানুষের স্মৃতি একটিবার রোমন্থন করতে চলুন শোনা যাক গানটা। পুরোনো ভালোবাসাকে যে আবার জীবন্ত করে তুলবে এই গান সেই গ্যারান্টি কিন্তু আমাদের।