ত্রিকোণ প্রেম ? “মায়া” আসছে খুব শীঘ্রই

বর্তমানে খুবই প্রচলিত একটি শব্দ হল ‘ত্রিকোণ প্রেম’ বা ‘love triangle’। যুব প্রজন্মের অনেকেই এটি নিজের জীবনে অনুভব করেছেন। আচ্ছা, ভালোবাসা বলতে কি বুঝি আমরা? একটি মানুষের প্রতি অপর মানুষের টান। কিন্তু কখনো কি শুনেছেন কোনো শক্তির সাথে মানুষের প্রেম!

‘মায়া’ ছবির প্রধান তিনটি চরিত্র অভিনয় করেছেন সৌমক বসু, ত্রিপর্ণা বর্ধন এবং তন্ময় মজুমদার।


হ্যাঁ, ঠিকই শুনেছেন। ‘Buy 1 Get 1’ -এর মতো এই সিনেমায় পাবেন প্রেমকাহিনী সাথে সাসপেন্স থ্রিলার ফ্রি। পরিচালক অভিঞ্জান মুখার্জী পরিচালিত “মায়া” সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌমক বসু, ত্রিপর্ণা বর্ধন, তন্ময় মজুমদারকে। এই ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করবেন সৌমক বসু এবং তন্ময় মজুমদার। এই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করবেন ত্রিপর্ণা বর্ধন।

‘মায়া’ ছবিটির চিত্রনাট্যকার এবং পরিচালক অভিজ্ঞান মুখার্জী।


এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক অভিজ্ঞান মুখার্জী নিজেই।
‘Rakshit & Sons’ নিবেদিত এবং পূরবী রক্ষিত প্রযোজিত “মায়া” সিনেমাটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে । Suspense ,Thriller এবং প্রেম , তিনটির স্বাদ একসাথে পেতে চাইলে দেখতেই হবে “মায়া” সিনেমাটি।
আরও বিস্তারিত আপডেট পেতে চোখ রাখুন TBH বাংলার ওয়েব পোর্টাল এবং ফেসবুক পেজে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x