সম্প্রতি মধুমিতা সরকার তাঁর ইনস্টাগ্রামে হৈচৈ এর আসন্ন ওয়েব ধারাবাহিক “উত্তরণ”-এ নিজের ফার্স্ট লুকটি প্রকাশ করলেন। যদিও ২০২১ এই জানা গিয়েছিল এই ওয়েব সিরিজে তাঁর কাজের ব্যাপারে। তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে চলতি মাসেই ওয়েব ধারাবাহিকটি আসতে চলেছে।
জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত “উত্তরণ” এই থ্রিলার ওয়েব ধারাবাহিকটি সদ্য বিবাহিতা পর্ণার জীবনের গল্প বলবে। তবে কি শুধুই নব বধূর বিবাহিত জীবনের গল্প????না,তা একেবারেই নয়। মধুমিতা সরকারের ইনস্টাগ্রাম পোস্ট থেকে স্পষ্ট যে , একটি এম.এম.এস ভিডিও লিক হয়ে যাওয়ায় কিভাবে বদলে যাচ্ছে একটি সদ্য বিবাহিতা মেয়ে অর্থাৎ পর্ণার জীবন ও প্রভাব ফেলছে তার পারিবারিক জীবনে। কিভাবে পর্ণা ফেঁসে গেছে একটি এম.এম.এস কাণ্ডে তা পোস্টে মধুমিতা সরকারের অসহায় লুক,প্লে,A18+ এবং “পর্ণা লিকড এম.এম.এস”কথাটির মাধ্যমেই স্পষ্টভাবে ফুটে উঠেছে ।
তারপর কিভাবে পর্ণা সেই অসহায় পরিস্থিতি থেকে বেরিয়ে এসে , নতুন করে উত্তরণের পথে হাঁটবে সেইটাই দেখানো হবে এই ওয়েব ধারাবাহিকের মাধ্যমে।বলা যেতে পারে এই গল্পের মাধ্যমে এখনকার জনজীবনের অন্যতম একটি সমস্যা,সাইবার ক্রাইমকে দেখানো হবে। এই ওয়েব ধারাবাহিকটিতে মধুমিতা সরকারের বিপরীতে প্রথমবার দেখা যাবে রাজদীপ গুপ্তকে। এই প্রথম কোন ওয়েব ধারাবাহিকে এবং অবশ্যই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আত্মপ্রকাশ ঘটবে জনপ্রিয়মুখ স্বস্তিকা দত্তের।