11 বছর পর ফের একবার ত্রিবিক্রম-মহেশ বাবু

সুপারস্টার মহেশ বাবু আবার বিখ্যাত পরিচালক ত্রিবিক্রম এর সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলেছেন। সবকিছু ঠিক থাকলে এ বছর জুলাই মাসে ছবিটির শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 2022 এ গরমের সময় এই ছবিটি মুক্তি পাবে। 2005 সালে অথডু এবং 2010 সালে খালেজা ছবিতে এই অভিনেতা-পরিচালক জুটি একসাথে কাজ করেছিলেন। ছবিটি নিয়ে দর্শকেরা খুবই উৎসাহী।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x