পরিচালক অজয় বাসুদেব এর পরবর্তী ছবির নাম শাইলক। এই ছবিটিতে অভিনয় করেছেন মামুত্তি, মিনা এবং রাজু কিরণ। পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন বিবিন জর্জ, বিজু সন্তোষ, সিদ্দিকী, কালা ভবন, সহজন, হরিশ কানারন, জন বিজয়। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন অনিস হামিদ, বিবিন মোহন। এই ছবিটির শুটিং এরাকুলাম এবং কোয়েম্বাটুরে হবে। এই ছবিটির শুটিং আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে।
Subscribe
Login
0 Comments