মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’এই ওয়েব সিরিজের ফার্স্ট লুক এবং টিজার মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজটিতে মনোজ একজন মধ্যবিত্ত অথচ ওয়ার্ল্ড ক্লাস স্পাই এর চরিত্রে অভিনয় করেছেন। কম বেতন, সাংসারিক চাপ, বাড়ির আর্থিক টালমাটাল অবস্থা তার সঙ্গে দেশের দায়িত্ব এইসব নিয়ে মনোজের ‘দ্য ফ্যামিলি ম্যান’ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন ‘গো গোয়া গন’ এবং’শোর ইন দ্য সিটি’খ্যাত পরিচালক রাজ ও ডিকে।
Subscribe
Login
0 Comments