মনোজ বাজপেয়ী অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ এর ট্রেলার মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন রাজ এবং ডিকে। এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, প্রিয়ামণি, সারিব হাশমি, নীরজ মাধব,শরদ কেলকার,শ্রেয়া ধন্বন্তরি, সানি হিন্দুজা, আব্রার কাজি, সাদাব আলি, কিশোর কুমার, গুল পানাগ। এই ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন পরিচালক রাজ এবং ডিকে নিজেরাই। এই পরিচালক জুটি এর পূর্বে ‘গো গোয়া গন’,’শোর ইন দ্য সিটি’ ছবি পরিচালনা করেছেন। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী’ ছবিটির প্রযোজনা এই পরিচালক জুটি করেছে। এই ওয়েব সিরিজটিতে মনোজ একজন মধ্যবিত্ত পরিবারের সরকারি কর্মচারীর চরিত্রে অভিনয় করেছেন। মনোজ এমন একজন সরকারি কর্মচারী যে পরিবারের খরচ চালানোর জন্য খুবই চিন্তায় থাকে। তার সংসারের খরচ এবং লোনের জন্য সে চিন্তায় থাকে। প্রকৃতপক্ষে সে একজন রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং এর অফিসারের চরিত্রে অভিনয় করছেন। এই ওয়েব সিরিজ টিতে মনোজের চরিত্রটির নাম শ্রীকান্ত তিওয়ারি, যিনি ‘র্য’ এর সিনিয়র অ্যানালিস্ট।
Subscribe
Login
0 Comments