মারাঠি ছবি ‘হিরকাণি’র মোশন পোস্টার মুক্তি পেয়েছে। এই ছবিটি পরিচালনা করছেন প্রসাদ ওক। এই ছবিটিতে অভিনয় করছেন অভিনেত্রী সোনালি কুলকার্নি। এই ছবিটির চিত্রনাট্যও লিখেছেন চিন্ময় মান্ডলেকার। এই ছবিটি প্রযোজনা করছেন ইদারা এন্টারটেনমেন্ট এবং রাজেশ মাপুসকার। এই ছবিটি এভিকে এন্টারটেইনমেন্টের (অমিয়া খোপকার) মাধ্যমে মুক্তি পাবে। এই ছবিটি দীপাবলিতে অর্থাৎ ২৪ শে অক্টোবর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments