মিটার ডাউন করতে হাজির সৌরভ

মিটার ডাউন করতে এবার হাজির সৌরভ দাস। না এত ভাবনার কিছু নেই, আসলে সৌরভের নতুন ছবি ‘মিটার ডাউন’ এর কথা বলছি।

অতিমারীর দ্বিতীয় ঢেউ এ আটকে গেছিল সমস্ত শ্যুটিং, বন্ধ হয়ে গেছিল সিনেমা হল। ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি আসতে শুরু করলে শুরু হয় শ্যুটিং, ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলে হলগুলি। ঠিক এই কারনেই শ্যুটিং বন্ধ হয়ে যায় পরিচালক কিংশুক শরখেলের ছবি ‘মিটার ডাউন’ এর। ছবির শ্যুটিং আবার শুরু হয়েছে জোরকদমে।

ছবিতে একজন ট্যাক্সিওয়ালার চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস, এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন পৌলমী দাস, পারমিতা মুখোপাধ্যায়, অপ্রতিম চট্টপাধ্যায়, শুচিস্মিতা মুখোপাধ্যায়, সুমন চক্রবর্তী, স্বীকৃতি মজুমদার ও অন্যান্যরা।

ছবির সঙ্গীত পরিচালনা করছেন অম্লান চক্রবর্তী ও দেব গোস্বামী। বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন নচিকেতা চক্রবর্তী, সোমলতা আচার্য্য চৌধুরী, শুভঙ্কর দে, ঈশান মিত্র, সেইসঙ্গে ওপার বাংলার দুই সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল ও সিঁথি সাহা।

এই প্রথমবার কোনও ভারতীয় ছবিতে গাইছেন ইমরান ও সিঁথি। ছবিতে কলকাতা শহরকে নিয়ে প্রধান গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আশা করছি ‘মিটার ডাউন’ বড় পর্দায় আসবে খুব তাড়াতাড়ি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x