মিলি সাইরাস এবং লিয়াম হেমসওয়ার্থ আলাদা হয়ে গেলেনমিলি সাইরাস এবং লিয়াম হেমসওয়ার্থ আলাদা হয়ে গেলেন। মিলি সাইরাস এবং নিয়ম হেমসওয়ার্থ বিয়ে হওয়ার ৮ মাস পর এই বিবাহ বিচ্ছেদ করলেন। ২০০৯ সালে ‘দ্য লাস্ট সং’ সঙ্গে সময় এই দুজনের দেখা হয়। ২০১০ সাল থেকে তারা একে অপরকে ডেট করেন। ২০১২ সালে তাদের এনগেজমেন্ট হয়। ২০১৩ সালে আবার তারা আলাদা হয়ে যান।২০১৫ সাল থেকে পুনরায় তারা ডেট করেন এবং ২০১৮ সালে ২৩ শে ডিসেম্বর তারা বিয়ে করেন। এরপর ৮ মাসের মাথায় বিবাহ বিচ্ছেদ। ১০ ই আগস্ট মিলি সাইরাস ইনস্টাগ্রামে যে ছবিটি পেষ্ট পোস্ট করেন তাতে তার বিয়ের আংটিটি হাতের আঙুলে ছিল না।
Subscribe
Login
0 Comments