বিখ্যাত গায়িকা মিলি সাইরাস বৃহস্পতিবার নতুন আবেগপূর্ণ গান ‘স্লাইড অ্যাওয়ে’ রিলিজ করেন। কিছুদিন আগেই মিলির সঙ্গে তার স্বামী লিয়াম হেমসওয়ার্থের ছাড়াছাড়ি হয়। সেই আবেগ তাড়িত মুহূর্ত থেকেই তার এই গান। এই গানটি ইতিমধ্যে ইউটিউবে ১.৯ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে এবং আইটিউনসে ওয়ার্ল্ড সং ট্রেন্ডিং এ ২নম্বর পজিশনে রয়েছে। মিলির এই আবেগ তাড়িত সিঙ্গেল ‘স্লাইড অ্যাওয়ে’গানটির মধ্যে দিয়ে একটি সম্পর্ক যখন ভেঙে যায় তারপরও মুহূর্তে মানুষের মনে যে যন্ত্রনা আবেগ তাড়িত বেদনা দেখা যায় তাই গানটির মধ্যে দিয়ে মিলি বোঝাতে চেয়েছেন। এই গানটি ভিডিও দিতে আমরা কয়েকটি হুইস্কির বোতল, অনেকগুলি কমলা ওষুধের বোতল, অনেকগুলি ওষুধ (পিল বা ক্যাপসুল জাতীয়) এই ভিডিওটিতে দেখতে পাই একটি পুলের ওপর ভাসতে তার গানের লাইন গুলির মধ্যে দিয়ে এটির অর্থ প্রকাশ পায়। লাইন গুলি হলো-আই ওয়ান্ট মাই হাউস ইন দ্য হিলস্, ডোন্ট ওয়ান্ট দ্য হুইস্কি এন্ড পিলস্, আই ডোন্ট গিভ আপ ইজিলি, বাট আই ডোন্ট থিংক আই এম ডাউন। এই গানটি তার আগামী ভিডিও মিউজিক অ্যালবাম ‘শি ইজ হেয়ার’ এ আমরা শুনতে পাব।
Subscribe
Login
0 Comments