মহারাষ্ট্র সরকার ‘মিশন মঙ্গল’ ছবিটিকে ট্যাক্স ফ্রি ঘোষণা করল। অক্ষয় কুমার অভিনীত মিশন মঙ্গল ছবিটি পরিচালনা করেছেন জগন শক্তি। আজ মহারাষ্ট্র রাজ্য সরকারের তরফ থেকে মিশন মঙ্গল ছবিটিকে ট্যাক্স ফ্রি করার কথা সরকারিভাবে ঘোষণা করা হয়। এই ছবিটি বাণিজ্যিকভাবে খুবই সফল হয়েছে। এই ছবিটি গত মঙ্গলবার পর্যন্ত মোট ১৬৮.৪৮ কোটি টাকা আয় করেছে। এই ছবিটিতে অক্ষয় কুমারের সঙ্গে বিদ্যা বালন, তাপসী পান্নু, কীর্তি কুলহারি, শর্মন যোশি, সোনাক্ষী সিনহা এবং নিত্যা মেনন অভিনয় করেছেন। এই ছবিটির মধ্যে দিয়ে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন দ্বারা নির্মিত এবং উৎক্ষেপিত চন্দ্রযান মহাকাশযানের সাফল্যের কথা ঘোষণা জানানো হয়েছে। এই ছবিটি দর্শকদের মধ্যে দারুণ জায়গা করে নিয়েছে এবং ছবিটি এখনও স্বগৌরবে চলছে।
Subscribe
Login
0 Comments