mohanagar 2 review new bengali web series mosharraf karim মহানগর ২

mohanagar 2 review

দাবার গুটির মতন খেলা, সেখানে প্রতিপক্ষ দুজন নয়, অনেকজন। কার মগজে কি চলছে, সেটা বোঝা খুবই দুর্বোধ্য৷ আর শেষে গিয়ে টুইস্টে সব হয়ে যায় ওলটপালট। শেষ খেলাটা কার হাতে থাকবে কে জানে!

একেতো মোশাররফ করিম, বৃন্দাবন দাস, Tanzika Amin , ফজলুর রহমান বাবু ভাইয়ের মতন রুচিশীল শিল্পীরা ছিলেনই। শেষে গিয়ে অনির্বাণের এন্ট্রি একদম যেন রোলেক্সের মতন, গুজবাম্প এসে গেলো।

ছত্রাকের মতন গজিয়ে ক্ষমতার অন্যায় শোষণ । তাতে সিস্টেমের জালে দূর্বিষহ হয়ে উঠে শোষিতের জীবন। সেখানে কেউ থাকে নিরব, কিংবা কেউ করে লড়াই। আর এই লড়াইয়ে কে জিতবে সেটা বুঝা ভারী মুশকিল। এদেশের রাজনীতিতে আর প্রসাশনের অলিতে গলিতে চলে সাধারণ মানুষের জীবন নরক বানিয়ে উপরে চড়ে বসবার ধান্দা। এরই সাথে উঠে এসেছে মানুষের মনে পুষে থাকা আজন্ম নোংরা চিন্তা।

অভিনয়ের ক্ষেত্রে যার সম্পর্কে যত বেশি বলব, ততটাই কম হবে। সবাই জাত শিল্পী । তাদের অভিনয়ের প্রশংসা করবার হাত আমার পাকা হয়ে উঠেনি।

আমি বরং পরিচালনার কথার বলি। পরিচালনার ক্ষেত্রে Ashfaque Nipun গল্পটা বলার যেই ক্ষুধাটা ছিলো, আমার মনে হয় পুরোপুরি মিটাতে পেরেছে।

সবমিলিয়ে অসাধারণ উপভোগ্যকর একটা সিরিজ হয়েছে, আগের সিজনের মতন। যদি এটার অন্তিম সিজন বানানো হয়, তাহলে অনির্বাণদার থাকাটা নিশ্চিত বলা যায়। তখন খেলাটা আরো জমবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x