বিখ্যাত পরিচালক মোহিত সুরি পরিচালিত মলঙ্গ ছবির শ্যুটিং শেষ হয়েছে।এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর,আদিত্য রায় কাপুর,কুনাল খেমু, দিশা পাটানি।এই ছবিটি প্রযোজনা করেছেন ভুষণ কুমার, কৃষণ কুমার, লাভ রঞ্জন, অঙ্কুর গর্গ, জয় শিওয়াক্রমন। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী, মিথুন শর্মা, অঙ্কিত তিওয়ারি এবং অনুপম রায়। এই ছবিটির শুটিং গোয়া, মরিশাস এবং মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় হয়েছে। এই ছবিটি আগামী বছর ১৪ ই ফেব্রুয়ারি মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments