টিম মেট ওয়ার্কার্স প্রযোজিত এবং বিখ্যাত পরিচালক দিগন্ত দে পরিচালিত “মনসুন ক্লিপ্স” মোবাইল ফিল্ম এর ফার্স্ট লুক পোস্টার লঞ্চ হলো। এই ছবির একটা বিশেষত্ব আছে । ইন্ডিয়ান এয়ার ফোর্স এর ট্রেনিং এর বহু অজানা কথা জানা যাবে এই ছবি তে। ছবির নেক্সট স্ক্রীনিং হবে কলকাতা এবং ভারত বর্ষের বহু ফিল্ম ফেস্টিভ্যাল এ । পুরো ছবিটা-ই ভয়েস ওভার বেসড। এই ছবি টি হিন্দি, উর্দু এবং ইংরেজি ভাষায় রিলিজ হবে । ইন্ডিয়ান এয়ার ফোর্স এর একটি নির্দিষ্ট বিষয় নিয়ে বানানো এই ছবি সেই সব পাইলট দের জন্য যাদের মিগ্ ২১ এর মতো ফাইটার প্লেন ওড়ানোর ট্রেনিং এ প্রাণ গেছে ।
পরিচালক দিগন্ত দে-র এটি ৫ ম ছবি এবং প্রথম হিন্দি ছবি । দিগন্ত দে-র অনেক ছবি এখনো পর্যন্ত বহু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল-এ অ্যাওয়ার্ড পেয়েছে তাই বোঝাই যাচ্ছে এবারও একটা নতুন চমক অপেক্ষা করছে দর্শক দের জন্য আর ধরে নেওয়া যেতেই পারে এবার বেশ বড় মাপের সাফল্য পাবে ওনার ছবি । আর কিছু দিনের মধ্যে ই বড় স্ক্রিন এ দেখানো হবে এই ছবি । এই ছবির বিষয় আরো খুঁটিনাটি জানতে চোখ রাখুন বিনোদন ডট ইন পোর্টালে।

Film Name – Monsoon Clips
Produce, Directed, Story, Cinematography – Diganta Dey
Edit & Screenplay – Rajkumar Maitra
Sound Design- Navonil Bhattacharya
Music Direction – Megh Banerjee
Production Design – Ananya Adhikary
Language – Hindi, Urdu, English
Approx Length – 14 Min
Genre – Fiction
Sub Genre – Experimental Mobile Film in Narrative.