অভিনেতা- প্রযোজক দেব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলা ছবিকে তিনি যে স্কেলে এক কথায় অসাধারণ। নিজের প্রোডাকশন হাউজ ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার’ থেকে যে ক’টি ছবি প্রযোজনা করেছেন সব ছবির গল্প থেকে অভিনয় একেবারে অনবদ্য। যাত্রা শুরু করেছিলেন চ্যাম্প ছবিটি দিয়ে। বর্তমানে ‘পাসওয়ার্ড’ এবং ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ এই দুটি ছবির কাজ চলছে। পাসওয়ার্ড ছবিটি সাইবার হ্যাকিং ও সাইবার ক্রাইম সংক্রান্ত ছবি। এই ছবিটির মাধ্যমে প্রত্যেকটি মানুষকে এই সামাজিক বার্তা দেয়া হবে যে তারা যে মোবাইল ল্যাপটপ বা যে কোন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন তার প্রত্যেকটি বিশেষ করে তার ডাটা গুলি অন্যরা নজর রাখেন এবং সেগুলি যে কোন মুহূর্তে যে কেউ নিয়ে নিতে পারে তার ই অজান্তে। এই ছবিটির একটি ট্যাগ লাইন রয়েছে ‘ইউ আর বিং ওয়াচড্’। এর মধ্যে দিয়ে তিনি এই বার্তা পৌঁছাতে চাইছেন আমরা প্রতিনিয়ত কারো না কারো দ্বারা নজরদারিতে রয়েছি। সারা বিশ্বব্যাপী এখন এই ব্ল্যাক হ্যাকারস দের কবলে বহু সাধারণ মানুষ নিজেদের পার্সোনাল ডাটা টাকা পয়সা থেকে শুরু করে বহু গুরুত্বপূর্ণ গোপন জিনিস হারিয়ে ফেলছেন। এই ছবিটির কনসেপ্ট ভারতবর্ষের বাংলা ছবির ইতিহাসে এক অনন্য নজির গড়বে। পাসওয়ার্ড ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে প্রত্যেকটি চরিত্রের লুক তাদের অভিব্যক্তি সবকিছুতেই চমকে ছোঁয়া। পাসওয়ার্ড ছবিটির মোশন পোস্টার আজ মুক্তি পেল এবং এর সঙ্গে দেবের চরিত্র অর্থাৎ এসিপি দাশগুপ্ত প্রথম লোক আমাদের সামনে আসলো। এই ছবিটি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবিটির সংগীত পরিচালনা করেছেন স্যাভি। এই ছবিটিতে ব্ল্যাক হ্যাকার এর চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় যার চরিত্রের নাম ইসমাইলভ্। এই মোশন পোস্টার টি দেখে একটাই কথা বলতে চাই এক্কেবারে অনন্য এবং অনবদ্য টলিউড এ এ ধরনের মোশন পোস্টার আগে দেখা যায় নি। প্রশ্নটি মৌলিকত্ব দেখেও দেবের প্রোডাকশন টিমকে অভিনন্দন জানাই। একদিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অন্যদিকে মোশন পোস্টার এ গ্রাফিক্স এর কাজ একেবারে অনবদ্য যুগল-বন্ধন। দেব এবং ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’ কে এবং পাসওয়ার্ড ছবির সমস্ত কলাকুশলীকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Subscribe
Login
0 Comments