শ্বশুর শাশুড়িকে দেখলেই কি মা-বাবাকে দেখা যায় না সমাজের প্রচলিত মিথ আদৌও যুক্তিসঙ্গত?
একটি মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যায়। তার মা বাবার থেকে দূরে গিয়ে অন্য একটি পরিবারকে নিজের পরিবার করে নেয়। সে তার শশুর শাশুড়ি কে নিজের বাবা মার মত স্নেহ করে আগলে রাখে কিন্তু তার নিজের মা-বাবার প্রতি ও তার কিছু দায়বদ্ধতা থাকে যেগুলো পালন করতে গেলেই নানা প্রতিবন্ধকতা আসে থাকে সমাজ থেকে।
সমাজের এই প্রচলিত মিথ এর বিরুদ্ধে একটি মেয়ের গল্প নিয়ে আসছে কালার্স বাংলা চ্যানেল। মেগা সিরিয়ালটির নাম ‘মৌ এর বাড়ি’।
কেন সব সময় মেয়েদেরকে নিজের মা-বাবা এবং শ্বশুর-শাশুড়ির মধ্যে সবসময় বেছে নিতে হয়? কেন তারা মা-বাবা এবং শ্বশুর-শাশুড়িকে একসাথে দেখতে পারেনা। কেন বিয়ের পরে বাবা-মাকে দেখা বাধা হয়ে দাঁড়ায় একটা মেয়ের কাছে? এই সমস্ত প্রশ্ন নিয়ে আপনার সামনে উপস্থিত হবে মৌ।
এই ধরনের ছক বাঁধা সমস্ত গল্প নিয়ে আসছে কালার্স বাংলা চ্যানেল।
মৌ এর বাড়ি এই মেগাসিরিয়ালটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অদ্রিজা রায়, অভিষেক বীর শর্মা, সুজন নীল মুখার্জী।
এই মেগাসিরিয়ালটি আপনারা আগামী ৩০ আগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ তাই কালার্স বাংলা চ্যানেলে দেখতে পাবেন এবং একই সঙ্গে ভুট অ্যাপে।
মহির বাড়ি মেগাসিরিয়ালটি প্রযোজনা করছেন ‘সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড’।
এই ধরনের সামাজিক বার্তাবহ এবং প্রাসঙ্গিক মেগা সিরিয়াল আমাদের অবশ্যই দেখা উচিত। এই ধরনের গল্প নিয়ে মেগা সিরিয়াল এর আগে কখনো হয়নি। এই মেগাসিরিয়ালটি দেখে অনেক বিবাহিত মহিলারা তাদের ব্যক্তিগত পরিস্থিতির সঙ্গে এই গল্পটির বাস্তব সাদৃশ্য লক্ষ্য করতে পারবেন
শ্বশুর শাশুড়িকে দেখলেই কি মা-বাবাকে দেখা যায় না? জানতে হলে দেখুন ‘মৌ এর বাড়ি’
